Masterjee Sharif Islam
A famous name in the garment world, he is known by the garment industry people of Mumbai, Kerala and Kolkata. he graduated in fashion design from Mumbai in 2006, and spent 20 years of her life working as a pattern master in Mumbai.When he was working in a factory in Dadar, Mumbai, he used to make her dresses by sight without taking body measurements. Therefore, within a few days his name became viral in the whole of Mumbai. Therefore, people from different states of India came to him to learn various magical techniques of garments. His school was Masterjee fashion institute in Mumbai now it is located in Kolkata. Hundreds of people are working in good posts after becoming masters from him.
He is an active social worker, he is closely associated with many NGOs. In 2007 he himself established a social service organization "Almadina Seva Sangha" till today hundreds of poor people get other clothing and medical support from this organization. During the lockdown, when people did not leave their homes, no one thought what the people would eat day after day, Masterji and his team, with the help of some people, cooked and fed 70/80 poor people every day. Many people still look up to him for this work.
His book "Abhisapto Bichaar" written about the ups and downs of his life once created a frenzy in the area and on the internet. The honest spirit of the society was greatly appreciated by the people. Even people from Bangladesh and India who read on the internet became Masterji's fans forever, many readers from Bangladesh came to his home many times to visit. The book was written against the vices of the actual society, so it had to be the victim of some people's anger. This book has been removed from the website for a new revision, a new version will be released soon.
He does what he does very well, once some miscreants broke the glass of his car, he started cutting the car with an iron cutting machine without installing new glass, once the people of the area were shocked to see the car in such a shape. In Dilwale Dulhania's Shahrukh Khan's hooded car modeled after Masterjee used to go there, crowds of people gathered to see the car. In that election, local leaders and ministers took Masterji's car to campaign for votes, news, video spread everywhere on people's mobile phones, Masterji went viral again.
In 2011, there was a lot of problem in the transportation of the goods of the factory, as thought and work, a bicycle rickshaw was cut and combined with a bike to become a freight car, ten sacks of goods could be passed comfortably at 40 speed. As now many people customize bikes and make many kinds of cars, so when the goods started to be sold, many men, women and children would stand on the roadside to see this new invention of masterjee.
He attended Madrasah for five years as a child, he is Qari and seven Parah hafez.
When he calls the adhan in the mosque, it will seem like he is listening to the adhan of the mosque in Dhaka, when he reads the Quran, it will seem like he is listening to the Quran in the mouth of a professional reciter, it is the same when he performs ghazals, when he sits in front of the camera, he looks like a true YouTuber, when you see his car modification, it looks like an engineer, but He is doing these hobbies, his real profession is researching new technologies about garments, presenting new ideas to people. Several companies in Mumbai have got the market through the hands of Masterji 'Joy v d Creations' started its journey in front of Dadar Tilak Bhavan by Mustarji, the brand soon took over Mumbai. The manager of this company was Mr. Dhiraj Patel, whenever a Bengali boy entered the factory, he always said masterjee is god, no design made by him fails, he is god of garment industries,
In a fashion industry in Mumbai Cutter Road, he made designer dresses for the models of Mumbai movie actresses, and after working for a long time, he thought that he should do something for his own state. Kolkata is far behind in technology, so he first built a computerized CAD office in Kolkata Metiabruz. Started Garments pattern service, opened an office again after few days due to increase in demand, now masterji's patterns are delivered online to all parts of India. Masterjee Fashion Institute has been set up in Kolkata a few months ago, it is hoped that thousands of young men and women of Bengal will be freed from unemployment this time, the face of West Bengal will shine with the auspicious arrival of new technology at the hands of Masterjee, Inshallah.
Written by - Abdus Samad Mondal
Student of Masterjee Fashion Institute.
Masterjee Sharif Islam
গার্মেন্টস জগতের এক বিখ্যাত নাম, মুম্বাই কেরালা ও কোলকাতার গার্মেন্ট ইন্ডাস্ট্রির মানুষেরা তাঁকে এক ডাকে চেনেন। তিনি 2006 সালে মুম্বাই থেকে ফ্যাশন ডিজাইন ডিগ্রি অর্জন করেন, এবং জীবনের 20টা বছর তিনি মুম্বাইতে প্যাটার্ন মাস্টার হিসাবে কর্মরত ছিলেন ।মুম্বাই দাদারে এক ফ্যাক্টরিতে তিনি যখন কর্মরত ছিলেন গায়ের মাপ না নিয়ে শুধু একবার চোখে দেখে তার ড্রেস বানিয়ে দিতেন। একারণে অল্প দিনে তাঁর নাম ভাইরাল হয়ে যায় পুরো মুম্বাইতে। একারণে ভারতের নানা রাজ্য থেকে মানুষ তাঁর কাছে গার্মেন্টসের নানা জাদুকরী টেকনিক শিখতে আসেন। মুম্বাইতে তাঁর স্কুল ছিল Masterjee fashion institute এখন সেটা কোলকাতায় অবস্থিত। শত শত মানুষ তাঁর কাছ থেকে মাস্টার হয়ে ভালো ভালো পোষ্টে চাকরি করছেন।
তিনি একজন আদ্যোপান্ত সমাজ সেবক মানুষ, তিনি একাধিক এনজিও র সাথে ওতপ্রোতভাবে জড়িত। 2007 সালে তিনি নিজে একটা সমাজ সেবা সংস্থা স্থাপন করেছিলেন "আলমদিনা সেবা সংঘ" আজও এই সংস্থা থেকে শতশত গরীব মানুষ অন্য বস্ত্র ও মেডিক্যাল সাপোর্ট পেয়ে থাকে। লোগডাউনের সময় মানুষ যখন ঘর থেকে বার হতো না, দিন আনা দিন খাওয়া মানুষেরা কি খাবে কেউ ভাবেনি, মাষ্টারজি ও তার টীম কিছু মানুষের সহযোগিতা নিয়ে প্রতিদিন ৭০/৮০ জন গরীব মানুষকে নিজেরা রান্না করে খাইয়েছেন। এই কাজের জন্য বহু মানুষ তাঁকে আজও সম্মানের নজরে দেখেন।
তাঁর লিখিত বই "অভিশপ্ত বিচার" নিজের জীবনের ওঠা পড়া নিয়ে লেখা এই বই একসময় এলাকায় ও ইন্টারনেটে তুমুল হই চোই ফেলে দিয়েছিল। সমাজের সৎ ভাব মানুষেরা প্রচুর প্রশংসা করেছিল। এমনকি বাংলা দেশ ও ইন্ডিয়ার যত মানুষ ইন্টারনেটে পড়েছিল তারা চিরদিনের জন্য মাস্টার্জীর ফান হয়ে গিয়েছিল, বাংলাদেশের অনেক পাঠক তার বাড়িতেও এসেছেন দেখা করতে অনেক বার। বইটা লেখা হয়েছিল প্রকৃত সমাজের দুরাচারের বিরুদ্ধে, তাই কিছু মানুষের রোষের শিকারও হতে হয়েছিল। এই বইটা নতুন সংস্কারের জন্য ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে, খুব শীঘ্রই নতুন রূপে প্রকাশিত হবে।
তিনি যে কাজটাই করেন খুব সুন্দর ভাবে করেন, একবার কিছু দুষ্কৃতীরা তাঁর গাড়ির কাঁচ ভেঙ্গে দিয়েছিল, তিনি নতুন কাঁচ না লাগিয়ে লোহা কাটা মেশিন দিয়ে গাড়িটাকে কাটতে শুরু করলেন, এক সময় সেই গাড়ির এমন রূপ দিলেন এলাকার মানুষ দেখে হতবাক হয়ে গেলেন। দিলওয়ালে দুলহানিয়ার শারুখ খানের হুড খোলা গাড়ির আদলে তৈরি গাড়িটা নিয়ে মাস্টার্জী যেখানে যেতেন মানুষের ভিড় লেগে যেত গাড়ি দেখতে, অনেকে ত্রিশ লাখ টাকার গাড়ি থেকে নেমে মাস্টারজীর গাড়ির সাথে সেলফি তুলতেন। সে বার ইলেকশনে এলাকার নেতা মন্ত্রীরা মাস্টার্জীর গাড়ি নিয়েই ভোট প্রচারে নামলেন, নিউজ, ভিডিও সর্ব জায়গায় মানুষের মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়লো সেই গাড়ি, মাস্টারজি আবার ভাইরাল হয়ে গেলেন।
2011 সালে নিজের কারখানার মাল পরিবহনে খুব সমস্যা হচ্ছিল, যেমনি ভাবা তেমনি কাজ, একটা সাইকেল রিক্সাকে কেটে বাইকের সাথে জুড়ে দিয়ে হয়ে গেলো মাল গাড়ি, দশ বস্তা মাল নিয়ে চল্লিশ স্পীডে আরামে পাড়ি দেওয়া যেতো। এখন যেমন বাইক কে কাস্টোমাইজ করে অনেকে অনেক রকম গাড়ি বানায় তখন এমনটা ছিলনা, তাই যখন মাল বওয়া শুরু হতো পুরুষ মহিলা বাচ্চারা অনেকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো মাস্টার্জির এই নতুন আবিষ্কার দেখার জন্য।
তিনি ছোটবেলা পাঁচ বছর মাদ্রাসায় পড়েছেন, তিনি ক্বারী ও সাত পারার জাফেজ।
তিনি যখন মসজিদে আজান দেন শুনে মনে হবে ঢাকার মসজিদের আজান শুনছেন, তিনি যখন কুরআন পড়েন শুনে মনে হবে কোনো প্রফেশনাল ক্কারীর মুখে কুরআন শুনছেন, গজল পরিবেশনেও তাই, ক্যামেরার সামনে বসলে তাঁকে পাক্কা youtuber মনে হয়, তাঁর গাড়ি মডিফিকেশন দেখলে যেনো ইঞ্জিনিয়ার মনে হয়, অথচ তিনি এসব সখের বসে করে থাকেন, তার আসল প্রফেশনই হলো গার্মেন্টস এর বিষয়ে নতুন কোনো টেকনোলজি নিয়ে রিসার্চ করা, নতুন কোনো আইডিয়া মানুষের সামনে উপস্থাপন করা। মুম্বাইয়ের একাধিক কোম্পানী মাস্টারজির হাত ধরে মার্কেট পেয়েছে। দাদর তিলক ভবনের সামনে জয়ভিডি ক্রিয়েশনের পথ চলা শুরু হয়েছিল মস্টার্জির হাত ধরে, খুব অল্পদিনে সারা মুম্বাই সাড়া ফেলেছিল এই ব্র্যান্ড। এই কোম্পানির ম্যানেজার ছিলেন মিস্টার ধীরাজ প্যাটেল, ফ্যাক্টরিতে কোনো বাঙালি ছেলে ঢুকলেই তিনি হামেশাই বলতেন masterjee is god, তাঁর বানানো কোনো ডিজাইন ফ্লপ হয়না, he is god of garment industries,
মুম্বাই কাটার রোডের এক ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তিনি মুম্বাই সিনেমা জগতের নায়িকাদের মডেলদের ডিজাইনার ড্রেস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন, অনেকদিন কাজ করার পর এক সময় ভাবলেন এবার নিজের রাজ্যের জন্য কিছু করা উচিত, কোলকাতা টেকনোলজিতে অনেক পিছিয়ে, তাই সর্ব প্রথম তিনি কোলকাতা মেটিয়াবুরুজে CAD এর অফিস বানিয়ে কম্পিউটারাইড প্যাটার্ন সার্ভিস শুরু করলেন, ডিমান্ড বাড়তে কিছুদিন পর আবার একটা অফিস খুললেন, এখন অনলাইন দ্বারা ইন্ডিয়ার সব জায়গায় মাস্টারজীর প্যাটার্ন ডেলিভারি করা হয় । মাস্টারজী ফ্যাশন ইনস্টিটিউট কয়েক মাস আগেই কোলকাতায় স্থাপন করা হয়েছে, আশা করা যায় বাংলার হাজার হাজার যুবক যুবতী এবার বেকারত্ব থেকে মুক্তি পাবে, মাস্টারজীর হাত ধরে নতুন টেকনোলজির শুভাগমনে পশ্চিম বঙ্গের মুখ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ।
লেখা -
- Abdus Samad Mondal
Student of Masterjee Fashion Institute.